ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম

পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক কাপ্তাই নারানগিরি মুখ পাড়া ভাঙন রোধে আরসিসি ব্লক স্থাপন

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 11:05 am

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের নারানগিরি মুখ পাড়ায় দেড় শতাধিক লোকের বসবাস। এ পাড়ায় আছে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট, উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়।
কিন্তু বিগত দুই দশকের অধিক সময় হতে নারানগিরি ছড়ায় বর্ষা মৌসুমে উজানের ঢলের কারণে প্রতি বছর পাড়া ভেঙে যাচ্ছে। ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি পরিবারের ঘর ও বসতভিটা ছড়া ভাঙনে বিলীন হয়ে গেছে। এলাকার এই ভাঙন রোধে এগিয়ে এসেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী তয়ন ত্রিপুরা বলেন, বিগত ২০২৪ সালে এই এলাকার ভাঙন রোধে একটি প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে ঐ পাড়ার ভাঙন রোধে ৫০ মিটার অংশে আরসিসি ব্লক দিয়ে ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। এই পর্যন্ত কাজের ৯০% সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরে সম্পূর্ণ কাজ শেষ হবে। তবে পরবর্তীতে ঐ পাড়া রক্ষায় কর্ণফুলি খালের মুখ পর্যন্ত আরও ৩০০ মিটার আরসিসি ব্লক নির্মাণ করা হবে।

এদিকে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঐ এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, আরসিসি ব্লক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এ সময় কথা হয় এলাকার পাড়া প্রধান নুসিং কার্বারীর সাথে। তিনি বলেন, কাজের গতি পরিস্থিতি দেখে আমি সন্তুষ্ট।

স্থানীয় শিক্ষক মংহলাচিং মারমা বলেন, কাজের অগ্রগতি দেখে আমরা পাড়াবাসী অত্যন্ত আনন্দিত। পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পাড়া নারানগিরি মুখ পাড়ায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল, নারানগিরি মুখ মসজিদুল আকসা মসজিদ এবং নারানগিরি মৈত্রী ক্লাব রক্ষায় আরও দুই শ’ ফুট আরসিসি ব্লক দিয়ে ভাঙন রোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাই।