ঢাকা | নভেম্বর ১৯, ২০২৫ - ৬:৫৩ অপরাহ্ন

শিরোনাম

হামজা-জামালদের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা

  • আপডেট: Wednesday, November 19, 2025 - 10:23 am

জাগো জনতা অনলাইন।। ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার(১৮ নভেম্বর) রাতের এই স্মরণীয় মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের একমাত্র ও জয়সূচক গোলটি আসে ম্যাচের ১৩ মিনিটে। দারুণ এক মুভমেন্টে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তরুণ প্রতিভা মোরসালিন। গোলের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা করে ভারত। কিন্তু মাঝ মাঠে হামজা চৌধুরীর নেতৃত্বে জমাট রক্ষণ, শৃঙ্খলিত ডিফেন্স আর গোলরক্ষকের দৃঢ়তা ভারতের সব চেষ্টাই ব্যর্থ করে দেয়।

২০০৩ সালের ঢাকার ২-১ গোলের পর ভারতের বিপক্ষে আর কোনো জয় পায়নি বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর সেই খরা কাটিয়ে ফিরল নতুন ইতিহাস। এ নিয়ে ভারতের বিপক্ষে ৩০ বার মুখোমুখি লড়াইয়ে এটি বাংলাদেশের চতুর্থ জয়।

হামজা চৌধুরী ও সামিতের মতো নতুনদের আগমনে দলের খেলার ধরণ বদলে যাওয়ায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন আশাবাদ। সাম্প্রতিক ম্যাচগুলোয় বাংলাদেশ দেখিয়েছে ধারাবাহিক উন্নতি। হংকংয়ের সঙ্গে ড্র, নেপালের বিপক্ষে দুর্ভাগ্যজনক ড্র। আরেক ম্যাচে শেষ মুহূর্তে হার। সব মিলিয়ে এই জয় লাল-সবুজ দলের অগ্রগতির সুনির্দিষ্ট প্রমাণ।

বছরের শেষ ম্যাচে পেনাল্টি মিসে ব্রাজিলের জয় হাতছাড়া
পুরো দেশ যখন ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসছে, ঠিক তখন ২ কোটি টাকার পুরস্কারের ঘোষণা রাতটিকে আরও স্মরণীয় করে তুলেছে। জাতীয় দল, স্টেডিয়াম থেকে শুরু করে সমর্থকদের হৃদয় সব জায়গায় এখন ফুটবলে বাংলাদেশের জয়ের উৎসবের আমেজ।