ঢাকা | নভেম্বর ১৮, ২০২৫ - ৪:৩৬ পূর্বাহ্ন

জাবেদ রেজার মনোনয়নের দাবীতে বান্দরবানে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা

  • আপডেট: Monday, November 17, 2025 - 5:33 pm

বান্দরবান প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে বান্দরবানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপির হাজারো নেতাকর্মী পদযাত্রা কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালে শহরের স্টেডিয়াম এলাকা থেকে পদযাত্রা শুরু হয়। জেলার সাতটি উপজেলা ও তেত্রিশটি ইউনিয়ন থেকে পাহাড়ি-বাঙালি বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এতে অংশ নেন। পদযাত্রা মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মুক্তমঞ্চের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বী নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ে পাহাড়ি-বাঙালির সুখ-দুঃখে পাশে দাঁড়াতে তরুণ, অসাম্প্রদায়িক একজন নেতৃত্ব জরুরি। এজন্য প্রাথমিকভাবে মনোনীত সিনিয়র নেতা সাচিং প্রু জেরীকে সম্মানজনক পদে রেখে তরুণদের প্রতিনিধিত্বকারী, জেলার সাবেক সফল মেয়র ও জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া প্রয়োজন।

তাদের দাবি-৩০০ নং আসনে পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষের অভিন্ন প্রত্যাশা, ধানের শীষের প্রার্থী হিসেবে জাবেদ রেজাকে মনোনয়ন দেয়া হোক।