গমের গুণগতমানের পরীক্ষা-নিরীক্ষা শেষে (১৬ নভেম্বর) রবিবার সকাল থেকে জাহাজটি থেকে গম খালাসের কাজ শুরু হয়েছে। এর আগে, শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ার ওয়েতে ভিড়ে।
খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্টিক টন গম নিয়ে আসা জাহাজ এম,ভি উইকোটাটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ার ওয়েতে ভিড়ে।
এরপর জাহাজে আসা খাদ্য শস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার সকাল থেকে জাহাজটি হতে গম খালাসের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, উইকোটাটি একটি বড় জাহাজ, এর গভীরতা বেশি এবং জাহাজে গমও বেশি। তাই ফেয়ার ওয়েতে রেখে খালাস করা হচ্ছে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় ১৪ নভেম্বর আমদানিকৃত এটি গমের তৃতীয় চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্টিক টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে।