ঢাকা | নভেম্বর ১৬, ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

শিরোনাম

হাফভাড়া নিয়ে সংঘর্ষ: বরিশালের সব রুটে বাস চলাচল বন্ধ

  • আপডেট: Sunday, November 16, 2025 - 12:00 pm

জাগো জনতা অনলাইন।। হাফভাড়া নিয়ে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে টার্মিনাল থেকে কোনো দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটের বাস ছেড়ে যায়নি।

সকাল থেকে দূর-দূরান্তের যাত্রীরা নথুল্লাবাদ টার্মিনালে এসে দেখতে পান বাস চলাচল বন্ধ। গন্তব্যে যেতে না পেরে অনেকেই ফিরে যেতে বাধ্য হন।

গতকাল শনিবার সন্ধ্যায় হাফভাড়া ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। একই সময় বাস কাউন্টার ভাঙচুর করা হয়। এ ঘটনায় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল বাস মালিক গ্রুপ জানিয়েছে, সংঘর্ষ ও ভাঙচুরে তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রায় শতাধিক বাস। ক্ষতিগ্রস্ত বাসগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় বাস সার্ভিস বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি টার্মিনালের কাউন্টারও বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, হাফভাড়া দেওয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচরণ করেন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে তাদের ওপর হামলার ঘটনাও ঘটে।

অন্যদিকে বাস শ্রমিকরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীরা হামলা চালিয়ে বাস ও কাউন্টার ভাঙচুর করেছেন। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।