আজ শনিবার বেলা ১০টায় রামপাল ও মোংলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় কৃষিবিদ শামীম বলেন, বিএনপি ক্ষায়তায় এলে দেশি-বিদেশি বিনিয়োগর মাধ্যমে শিল্প কল-কারখানা আরো বৃদ্ধি করা হবে। এতে এলাকার মানুষের কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতি চাঙা হবে। একইসঙ্গে মোংলা বন্দরকে আরো যুগোপযোগী করা হবে। সেজন্য ইকোনমিক জোনকে ডেভেলপমেন্ট করতে হবে। এরজন্য এক্সপোর্ট প্রোসেসিং জোন ও ইপিজেডসহ বিভিন্ন কল-কারখানায় যে দেশি বিদেশী বিনিয়োগকারি রয়েছে তা আরো সমৃদ্ধ ও ত্বরান্বিত করা হবে। ফলে এলাকার উন্নয়ন ও মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালিন রামপালের ফয়লায় ৯১ সালে একটি বিমান বন্দরের উদ্বোধন হয়। বিগত ১৭ বছর আওয়ামী সরকার তার কাজ স্থগিত করে রাখে। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে হযরত খানজাহান আলী বিমান বন্দর গড়ে তুলবো।
তিনি আরো বলেন, জনগণকে বিএনপির এই রূপরেখা সম্পর্কে অবহিত করতে হবে, যার মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং উন্নত রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপাল-মোংলা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।