লামায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর পথসভা
মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান) প্রতিনিধি।
বিএনপি ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের আহ্বান জানিয়ে বান্দরবানের লামায় পথসভা করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী। শনিবার দুপুরে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, বান্দরবানে বসবাসরত ১৪টি জাতিগোষ্ঠী একই মায়ের সন্তান। প্রশাসন, সরকারি সেবক, রাজনীতিবিদ, খেটে খাওয়া মানুষ ও মিডিয়া উইংসহ সবাই একই দৃষ্টিভঙ্গি ও অভিন্ন চেতনায় কমিটেড থাকলে জেলার শান্তি-সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
সাচিং প্রু জেরী অভিযোগ করে বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার বান্দরবানের দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য ভূলুণ্ঠিত করেছে। নতুন করে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব ফিরিয়ে আনতে সকল জাতিসত্তার হৃদয়ের ভাষা একটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন। তিনি বান্দরবান বিএনপির নেতাকর্মীদের অভিন্ন মত প্রকাশের মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আসনটি উপহার দেওয়ার আহ্বান জানান।
নিজের পরিচয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমার বাবা বান্দরবানের প্রয়াত রাজা একদা ১৯৫২ সালে বৃহত্তর লামা পুলিশ স্টেশনের দারোগা ছিলেন। সে সময় আমার জন্ম হয়; সুতরাং এখানে আমার নাড়ির সম্পর্ক রয়েছে।”
পথসভায় লামা উপজেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র আমির হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন, বিগত সরকারের জুলুম-নির্যাতনে মানুষ কষ্টে ছিলো এবং বিএনপির নেতা-কর্মীরা আপোসহীন আন্দোলন করতে গিয়ে জেল-জুলুম সহ্য করেছে। বক্তারা সকল বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এদিন সাচিং প্রু জেরী লামার আজিজনগর, ফাইতং, ফাঁসিয়াখালী ও গজালিয়া ইউনিয়নে পথসভায় অংশ নেন এবং বিভিন্ন স্থানে জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।











