ঢাকা | নভেম্বর ১৫, ২০২৫ - ৭:১৮ অপরাহ্ন

শিরোনাম

সাপ্তাহিক সমতটের কাগজের নবম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনিক শুভকে গুণীজন সম্মাননা ২০২৫ প্রদান

  • আপডেট: Saturday, November 15, 2025 - 3:29 pm

নিজস্ব প্রতিবেদক।
সাপ্তাহিক সমতটের কাগজ–এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক সন্ধ্যায় সৃজনশীল লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় বিজ্ঞান লেখক অনিক শুভ-কে গুণীজন সম্মাননা ২০২৫ প্রদান করা হয়েছে।

শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট, কুমিল্লায় অনুষ্ঠিত এ আয়োজনে সম্মাননাটি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা একাডেমির উপ-পরিচালক ডক্টর শাহেদ মন্তাজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনিক শুভ তার সৃজনশীল লেখনী, বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে ধারাবাহিক অবদানের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে আলোকিত চিন্তা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছেন। তার লেখনী সমতট অঞ্চলের সাহিত্যচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

আয়োজনটি পরিচালনা করেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক। অনুষ্ঠান শেষে কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।