ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ১:১০ অপরাহ্ন

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবকের মৃত্যু

  • আপডেট: Friday, November 14, 2025 - 9:29 am

জাগো জনতা অনলাইন।। রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দিয়ে পালানোর সময় তুরাগ নদে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাইয়াফ (১৮)। এ সময় রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) নামে আরেকজনকে আটক করে ডিএমপির শাহআলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। এ ঘটনায় আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান। তিনি বলেন, রাত ১০টা ২২ মিনিটে বেড়িবাঁধের সড়কে রাখা কিরণমালা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাদের ধাওয়া দিলে একজন পাশের তুরাগ নদে লাফ দেয়। পরে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ওই যুবক সাঁতার না পারায় ডুবে মারা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের সময় শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিওধারণ করছিল। বিষয়টি আশেপাশের লোকজনের নজরে এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে হাতে-নাতে আটক করে। এ সময় তাদের একজন প্রাণভয়ে তুরাগ নদে ঝাঁপ দেয় এবং অন্যজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় নদে ঝাঁপ দেওয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে আগুন দেওয়া বাসটি পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, রাত ১০টা ২২ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিভিয়েছেন।