ঢাকা | নভেম্বর ১৩, ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

শিরোনাম

বাঙ্গালহালিয়ায় ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

  • আপডেট: Thursday, November 13, 2025 - 6:59 pm

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলীতে বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাদ থেকে পড়ে রেখা চৌধুরী (৬০) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের কালি মন্দির এলাকা সংলগ্ন এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত রেখা চৌধুরী রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। মাত্র কয়েক দিন আগে তিনি অবসরে গিয়েছিলেন বলে নিহতের পরিবার সূত্রে জানা যায়।

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা এবং ইউপি সদস্য শিমুল দাশ জানান, রাত সাড়ে ৮টার দিকে বাঙ্গালহালিয়া বাজারের কালি মন্দির সংলগ্ন নিজ বাসার দ্বিতীয় তলার ছাদে একা অবস্থান করছিলেন রেখা চৌধুরী। কোনো একসময় তিনি দুর্ঘটনাবশত দ্বিতীয় তলা থেকে পা পিছলে নিচতলার ছাদে পড়ে যান। যেহেতু তিনি একা ছিলেন, তাই ঘটনাটি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেননি। পরে রাত ১১টার দিকে তার ছোট ছেলে রানা চৌধুরী বাড়িতে ফিরে এসে দরজায় নক করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে বিকল্প পথে প্রথম তলায় উঠে মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি কাকাতো ভাই অমরনাথ চৌধুরী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত রেখা চৌধুরীকে চন্দ্রঘোনার খ্রিষ্টান মিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের কারো আপত্তি না থাকায় তাঁরা পারিবারিকভাবে নিহতের সৎকার সম্পন্ন করেছেন।

রেখা চৌধুরীর স্বামী মৃত দীলিপ চৌধুরী ছিলেন এলাকার পরিচিত ও সাবেক রাজস্থলী উপজেলা সমবায় কর্মকর্তা।