ঢাকা | নভেম্বর ১৩, ২০২৫ - ৯:০০ অপরাহ্ন

শিরোনাম

সন্দ্বীপে ধানের শীষের সমর্থনে মিল্টন ভূঁইয়ার জনসভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, November 13, 2025 - 5:55 pm

 

সন্দ্বীপ প্রতিনিধি ॥
চট্টগ্রামের সন্দ্বীপে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার হারামিয়া এলাকায় এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

জনসভায় বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম–০৩ (সন্দ্বীপ) আসনের নেতৃবৃন্দ বলেন, এই কর্মসূচি জনগণের অধিকার ও অগ্রগতির পথে একটি গণতান্ত্রিক অঙ্গীকারের প্রতীক।

জনসভা শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন বলেন,
“হারামিয়ার এই ব্যাপক উপস্থিতি আমাদের গণতান্ত্রিক সংকল্পকে আরও দৃঢ় করেছে। তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা জনগণের অধিকার পুনরুদ্ধারে অঙ্গীকারবদ্ধ।”

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।