ঢাকা | নভেম্বর ১৩, ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

শিরোনাম

সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন উপাধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী

  • আপডেট: Thursday, November 13, 2025 - 5:47 pm

সুনামগঞ্জ প্রতিনিধি।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সমর্থিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রাথমিক তালিকায় আল্লামা সিরাজুল ইসলাম ফারুকীর নাম প্রকাশ করা হয়েছে। তিনি সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী বুরাইয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী বলেন, উন্নত, সমৃদ্ধ ও আলোকিত ছাতক-দোয়ারাবাজার গঠন এবং শিক্ষা, শান্তি ও সম্প্রীতির সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে সুনামগঞ্জ-৫ আসনের সম্মানিত জনসাধারণের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এলাকার উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে আপনাদের সহযোগিতা ও ঐক্য সবসময়ই আমাকে অনুপ্রাণিত করেছে।

আস-সালীম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও দারুস সুন্নাহ লতীফিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, সুনামগঞ্জ-৫ আসনে আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী হুজুরকে আনজুমানে আল ইসলাহ মনোনীত করার পর তিনি প্রশংসায় ভাসছেন। সবদিক থেকে এমন যোগ্য প্রার্থী ছাতক-দোয়ারাবাজারবাসী এই প্রথম পেয়েছেন। জনসাধারণ এ দেশের স্বাধীনতার পর থেকেই জনপ্রতিনিধিদের ভোট দিয়েই আসছে। এই জনপদের মানুষ এই বছর এমন কাউকে নির্বাচিত করতে চাইবে, যার দ্বারা মানুষের চারিত্রিক অবকাঠামো—সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় মূল্যবোধ সবকিছুর শৃঙ্খল পরিবর্তন আসবে। তাই এই আসনে এমন এক যোগ্য প্রার্থী প্রয়োজন, যিনি আমাদেরকে এরকম দীক্ষা দেবেন। এই জনপদের প্রিয় আল্লামা সিরাজুল ইসলাম ফারুকী হুজুর কৃষক-শ্রমিক, গ্রাম-গঞ্জে খেটে খাওয়া দিনমজুর মানুষের সুখ-দুঃখে পরিচিত মুখ হিসেবে দুইটি উপজেলায় এমন আদবওয়ালা, ইলমওয়ালা ব্যক্তির নেতৃত্বে আসলে দেশ, জাতি ও ধর্ম নিরাপদ থাকবে ইনশাআল্লাহ্।

আমরা আশাবাদী, ছাতক-দোয়ারার মানুষ হুজুরকে যথাযথ মূল্যায়ন করবেন। এতদিন সুযোগ্য আলিম-উলামা পেলে ভোট দেবেন—এই কথা মাঠে-ময়দানে আলোচনা হত! এবার সেই সুযোগ এসেছে।