ঢাকা | নভেম্বর ১৩, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় বিএনপির মিছিলে হামলায় জড়িত ৪ জন গ্রেফতার

  • আপডেট: Thursday, November 13, 2025 - 5:07 pm

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি ::

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— মো. মিজান (৩৮), পিতা মৃত আব্দুল আজিজ; দিদার হোসেন (২৫), পিতা ইমাম হোসেন; মো. সাদ্দাম (৩৪), পিতা আব্দুচ ছালাম; এবং আনোয়ার মিয়া (৪৬), পিতা মৃত আব্দুস সালাম।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিএনপির মিছিল চলাকালে হামলাসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “রাতে অভিযান চালিয়ে চারজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা বিএনপির মিছিলে হামলায় জড়িত ছিল। পরদিন তাদের আদালতে পাঠানো হয়েছে।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।