ঢাকা | নভেম্বর ১৩, ২০২৫ - ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নদীতে ফিটনেস ও লাইসেন্সবিহীন নৌযান চলবে না: সহকারী কমিশনার

  • আপডেট: Wednesday, November 12, 2025 - 9:06 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে চলাচল করা পর্যটকবাহী নৌযানসমূহের উপর নজরদারি জোরদার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এসময় সুন্দরবনের বিভিন্ন রুটে চলাচল করা পর্যটকবাহী লঞ্চ, ট্যুরিস্ট বোর্ড  সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।
আজ বুধবার সকাল ১০ টায় নৌপরিবহন অধিদপ্তর, মোংলা উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর পক্ষ থেকে ফেরিঘাট এলাকায় পর্যটকবাহী নৌযানের মালিক ও কর্মচারীদের সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্র ও রিসোর্টে যাত্রী পরিবহনের ক্ষেত্রে শতভাগ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
যৌথবাহিনীর নেতৃত্ব থাকা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নওসীনা আরিফ বলেন, সুন্দরবনে পর্যটকদের  নিরাপত্তার স্বার্থে নদীতে ফিটনেস এবং লাইসেন্স বিহীন কোন নৌযান চলতে পারবে না  বনের অভ্যন্তরে যেসব নৌযান চলবে সেগুলোর অবশ্যই অনুমোদন থাকতে হবে। অনুমোদনহীন পর্যটকবাহী নৌযান চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পরে যৌথবাহিনীর সদস্যরা স্পিডবোটযোগে সুন্দরবনের করমজল পর্যটন এলাকা পরিদর্শন শেষে ঢাংমারী ম্যানগ্রোভ রিসোর্টে গিয়ে নৌযান পরিচালনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তাদেরকে সতর্ক করেন।
এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড নৌবাহিনীর কর্মকর্তা, নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও টুরিষ্ট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।