ঢাকা | নভেম্বর ১২, ২০২৫ - ৭:৩৭ অপরাহ্ন

শিরোনাম

খাগড়াছড়ির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম ফরহাদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

  • আপডেট: Wednesday, November 12, 2025 - 3:41 pm

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি জেলার রামগড়ের বিশিষ্ট রাজনীতিক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ আর নেই।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মরহুম শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, রামগড় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রামগড় থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘বিন্যাস’ পত্রিকার সম্পাদক।

 

তিনি রামগড়ের মরহুম হাজী সাহাব উদ্দিন ভূঁইয়া ও হাজী রাহেলা বেগমের মেজো ছেলে এবং স্থানীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

 

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার এক শোকবার্তায় তিনি বলেন—

“সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন শহিদুল ইসলাম ভূঁইয়া ফরহাদ। তিনি খাগড়াছড়ি জেলা বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করতে নিবেদিতপ্রাণ ছিলেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার সাহসিকতা স্থানীয় নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

 

বিএনপি মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

 

অপর এক শোকবার্তায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও ফরহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।