ঢাকা | নভেম্বর ১২, ২০২৫ - ২:৪৫ অপরাহ্ন

শিরোনাম

মোংলায় সাবেক প্যানেল চেয়ারম্যানসহ দুইজন আটক

  • আপডেট: Wednesday, November 12, 2025 - 11:10 am
স্টাফ রিপোর্টার, মোংলা।। মোংলায় নাশকতার মামলায় সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. আরিফ ফকিরসহ দুই জনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
বুধবার (১২ নভেম্বর) রাতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়ন ও পৌর শহর থেকে তাদের আটক করা হয়।
ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন জানান, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার গোপন সংবাদ পেয়ে মিঠাখালি ইউনিয়নের ঠোটারডাঙ্গা এলাকা থেকে চটের হাট পুলিশ ফাড়ির আইসি মো. রফিকুল ইসলাম রাত ৯টায় মো.আরিফ ফকিরকে হাতেনাতে গ্রেফতার করে এবং বাকিরা দৌড়ে পালিয়ে যায়।
মো. আরিফ ফকির মিঠাখালি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, ৯ নং ওয়ার্ড সদস্য ও উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবং সাবেক মিঠাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন। আরিফ নিষিদ্ধ ঘোষিত আ.লীগের সক্রিয় কর্মী।
পৃথক আরেকটি অভিযানে, পৌর শহর থেকে জহির নামের আরেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী, নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকায় তাকেও গ্রেফতার করে থানা পুলিশের সদস্যরা।
তিনি আরো বলেন, নাশকতা মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের সকালে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।