কাপ্তাইয়ে ফেসবুকে মানহানিকর ভিডিও প্রকাশ: উপজেলা বিএনপি সভাপতির থানায় জিডি
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
ফেসবুকে মানহানিকর ভিডিও প্রকাশের অভিযোগে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লোকমান আহমদ কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে কাপ্তাই থানা হাজির হয়ে তিনি জিডিটি দায়ের করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, “আমি লোকমান আহমদ (৬০), পিতা মৃত আলহাজ্ব আ. শুক্কুর, ঠিকানা।”
লোকমান আহমদ অভিযোগে বলেন, “আমি কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি এবং রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। আজ সন্ধ্যায় আমার নিজস্ব ফেসবুক আইডিতে প্রবেশ করলে দেখি, ‘MD Yusuf সভাপতি, কাপ্তাই ইউনিয়ন বিএনপি’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘আমি জিয়ার সৈনিক’ নামের একটি লিংক শেয়ার করা হয়েছে, যেখানে আমার সম্পর্কে মানহানিকর ভিডিও প্রকাশ করা হয়েছে।”
এ ঘটনায় তিনি নিজের সামাজিক ও রাজনৈতিক সম্মানহানি ঘটেছে বলে দাবি করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন জানান।
কাপ্তাই থানার কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে জিডি নেওয়া হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











