ঢাকা | নভেম্বর ১১, ২০২৫ - ৯:০১ অপরাহ্ন

শিরোনাম

রাউজানে শীর্ষ সন্ত্রাসী ‘মেজর ইকবাল’ গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 6:12 pm

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মেজর ইকবালকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

গ্রেপ্তারকৃত মেজর ইকবাল রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ ওরফে কালু মেম্বারের ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “থানার নথিপত্র পর্যালোচনায় ইকবালের বিরুদ্ধে ৬টি হত্যা মামলা সহ দাঙ্গা-মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলার বিবরণ পাওয়া গেছে। তবে আসামির স্বীকারোক্তিমতে তিনি রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সর্বমোট প্রায় ৪০টির অধিক মামলার আসামি।”

তিনি আরও জানান, ইকবাল চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবর ও মুজিব হত্যা মামলারও আসামি।