ঢাকা | নভেম্বর ১১, ২০২৫ - ৭:৩২ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় বিজিবির উদ্যোগে জনসচেতনতামূলক সভা

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 4:05 pm

মো: আল আমিন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা এলাকায় ৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাবুছড়া ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. কামরুল ইসলামের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদকদ্রব্য সেবনের কুফল, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, মানব পাচার এবং পুশ-ইন সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় স্থানীয়দের এসব অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আহ্বান জানানো হয়।

উক্ত সভায় ৫নং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, স্থানীয় হেডম্যান-কারবারি, ধনপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সভাটি তত্ত্বাবধান করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস, পদাতিক।