খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি সাবজোনের একটি বিশেষ টহল দল মেজর রিফাত হোসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
সূত্রে জানা যায়, মরাটিলা এলাকার মূল সড়কের পাশে একটি দোকানে চাঁদা উত্তোলনের সময় ইউপিডিএফ সদস্য মিলন ত্রিপুরা (২৩) কে আটক করা হয়। তিনি মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ময়দাছড়া গ্রামের হরি পূর্ণ ত্রিপুরার ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল (মেইড ইন ইউএসএ), পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, চারটি চাঁদার রশিদ, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন, একটি ব্যাগ এবং চাঁদাবাজির নগদ ১০,০০০ টাকা উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন ত্রিপুরা এলাকায় দীর্ঘদিন ধরে বাঙালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃত ব্যক্তিকে অস্ত্রসহ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় সেনাবাহিনী।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজ দমনে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।











