ঈদগাঁওতে নারী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
তরুণ প্রজন্মের অংশগ্রহণে বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কক্সবাজারের ঈদগাঁওয়ে নারী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নারী সমাবেশটি অনুষ্ঠিত হয়। ‘তারুণ্যনির্ভর উন্নত বাংলাদেশ গড়তে জনসম্পৃক্ততা বৃদ্ধি’ এই লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বিপুল সংখ্যক নারী-পুরুষ অভিভাবক ও দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ বশির উদ্দিন, স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, জেলা তথ্য অফিসের ঘোষক মকবুল আহমদ, এবং এ.সি.এ. অপারেটর মো. রাশেদুল হক প্রমুখ।
এদিকে একই দিন সকালে একই স্থানে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা এতে অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক তারেকুল হাসান (তারিক)। প্রধান শিক্ষকের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, শিক্ষক আব্দুল মজিদ খান ও দেলোয়ার হোছাইন সাঈদী।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন এবং অভিভাবকদের সন্তানদের নিয়মিত পাঠ অধ্যয়ন ও তদারকিতে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল কবির ও সহকারী শিক্ষক আশিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।











