ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ৯:১৮ অপরাহ্ন

শিরোনাম

রাঙামাটিতে শিক্ষক নিয়োগে বৈষম্য; জেলা পরিষদকে আট সংগঠনের আল্টিমেটাম

  • আপডেট: Monday, November 10, 2025 - 5:48 pm

রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটিতে জনসংখ্যানুপাতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে আটটি সংগঠন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগে তথ্য বিভ্রাটের কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, একতরফা, তথ্য বিভ্রাটপূর্ণ ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার কোটা, উপজেলা কোটা এবং শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারি নিদের্শনা না মেনে একতরফাভাবে ৭০ শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুপাতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছে। যা অতীতেও পরিষদের অধীনে অনুষ্ঠিত নিয়োগে প্রতিফলিত হয়েছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন—
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা সভাপতি নির্মল বড়ুয়া,
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান,
বাংলাদেশ খেলাফত মজলিশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক,
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মোঃ শহিদুল ইসলাম,
পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি মোঃ কামাল উদ্দিন,
রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর,
গণ অধিকার পরিষদের রাঙামাটি শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান,
এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম।