ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

বাগেরহাট-২ আসন তারেক জিয়াকে উপহার দিবো: মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীম 

  • আপডেট: Sunday, November 9, 2025 - 10:24 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের রামপাল উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী জনসভা।
আজ রবিবার  বিকেলে রামপাল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এ সভা প্রাণবন্ত হয়ে ওঠে।
জনসভায় প্রধান অতিথি বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম  বলেন- আমি এমপি হলেও আছি এমপি নাহলেও আমি আপনাদের সাথে আছি। আমি দীর্ঘ ৪০টি বছর ধরে এই জনপদে রাজনীতি করছি। ৪০ বছর রাজনৈতিক প্রক্রিয়ায় মধ্য দিয়ে আজ আমি কৃষিবিদ শামীমুর রহমান শামীম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে এই দলের শহর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি, এই দলের সহপ্রচার সম্পাদক এবং বর্তমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া গবেষণা সম্পাদক হিসেবে কাজ করছি। এই ৪০ বছর রাজনৈতিক ক্যারিয়ারে আমি ৭ বার কারা বারণ করেছি, আমি রাজপথে ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কারণে ৩বার গুলিবিদ্ধ হয়ে রক্ত ঝরিয়েছি। ৩৬বার ডিবি অফিসে রিমান্ডের শিকার হয়েছি সীমাহীন নির্যাতনের শিকার হয়েছি। খুনি হাসিনা আমাকে দুইটি মামলায় নয় বছর কারাদণ্ড দিয়েছে জেলখানায় কয়েদির ড্রেস পড়তে হয়েছে।  আমার স্ত্রীর মারা যাবার পর আমি জানাজায়ও যেতে পারিনি। আমার আপন ভাইয়ের মৃত্যুর পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আমাকে মুক্তি দেওয়া হয়নি।
কারাগারে অমানুষিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি তারপরেও আমি জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বিচ্যুত হইনি হবোওনা। আমাকে জেল জুলুমের ভয় দেখিয়ে লাভ নেই আমি শামিমুর রহমান শামীম উড়ে এসে জুড়ে বসিনি। আপনাদের ভালোবাসায় আজ এই সমাবেশে কানায় কানায় পরিপূর্ণ ও প্রাণবন্ত হয়ে ওঠেছে।
মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী শামিমুর রহমান শামীম আরে  বলেন, দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমাদের লক্ষ্য—সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত, উৎপাদনমুখী উন্নত বাংলাদেশ গড়ে তোলা তাই জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকা থেকে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসনটি উপহার দিবো।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু ও সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার। তাঁরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, “বিএনপি জনগণের দল, আমরা জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।”
জনসভায় রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশ নেন। সভা শেষে প্রধান অতিথি শামীমুর রহমান শামীম স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।