ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে হাইওয়ে সুইটসের মিষ্টিতে তেলাপোকা, দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট: Sunday, November 9, 2025 - 5:56 pm

চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও মিষ্টির শিরায় তেলাপোকা পাওয়া যাওয়ায় হাইওয়ে সুইটসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৯ নভেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, “হাইওয়ে সুইটস নামক প্রতিষ্ঠানে মিষ্টির শিরার মধ্যে ছোট-বড় বিভিন্ন ধরনের তেলাপোকা মরে পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়।”

তিনি আরও জানান, পণ্যের মোড়ক বিধি লঙ্ঘনের দায়ে মুক্তি ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেয়াদবিহীন খাদ্যদ্রব্য বিক্রির কারণে ওরেগানো মোনাফা ভান্ডারী মার্কেটের একটি দোকানকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অভিযোগে নিউ প্রিন্স হোটেলকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।