ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ৩:২১ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রাম শিল্পকারখানার এইচআরডি প্রধানদের সাথে বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুল’র এমপ্লয়ার্স কমিটি সভা

  • আপডেট: Sunday, November 9, 2025 - 11:28 am

 

 

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে বিভিন্ন শিল্পকারখানার মানবসম্পদ কর্মকর্তা ও ব্যবস্থাপকদের সাথে ফটিকছড়িস্থ এবিসি বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুলের এমপ্লয়ার্স কমিটি সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রকল্প ও AEOSIB এর উদ্যোগে নগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়ে গেল ফটিকছড়িস্থ এবিসি বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুলের এমপ্লয়ার্স কমিটি সভা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন হাবিবুর রহমান, চিফ কো-অর্ডিনেটর AEOSIB এবং বিশেষ অতিথি ছিলেন আবুল বাশার, প্রিন্সিপাল কো-অর্ডিনেটর একে খান ফাউন্ডেশন এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আহসান উদ্দিন।

 

উক্ত সভায় উপস্থিত ছিলেন মাইডাস সেফটি মানবসম্পদ বিভাগ প্রধান ইস্তিয়াক ইবনে কালাম, অটোমেটিক রি-রোলিং মিল প্রধান আরিফ সিদ্দিকী, এস.আর.এম লিমিটেড মানবসম্পদ কর্মকর্তা হারুন অর রশিদ, বি.এস.আর.এম লিমিটেড মানবসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিন, সেলিম এন্ড ব্রাদার্স ব্যবস্থাপক কে.এম. ইসহাক, এবং বিডি সিফুড লি. এর প্রকৌশল বিভাগের ব্যবস্থাপক। উপস্থিত ছিলেন অন্যান্য প্রশিক্ষক ও AEOSIB এর কর্মকর্তাবৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে এবিসি বাংলাদেশ-তুরস্ক টেকনিক্যাল স্কুলে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SICIP প্রকল্পের চলমান বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকরি প্রাপ্তি এবং কোর্স কারিকুলাম আরও বেশি সমৃদ্ধশালী করার লক্ষ্যে নানা বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন উপস্থিত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অতিথিবৃন্দ।