মহালছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা বিএনপি
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হয়।
শনিবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তা প্রদান করেন।
এ সময় বক্তারা বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।” আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে কেন্দ্রীয় নেতা ওয়াদুদ ভূইয়া সহযোগিতা পাঠিয়েছেন।
উল্লেখ্য, গত তারিখ রাতে মহালছড়ি বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে প্রায় ২৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে।
এ সময় মহালছড়ি উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও দোকান পুনরায় নির্মাণের জন্য সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দুঃসময়ে পাশে এসে সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।











