মহালছড়িতে শহীদ মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কাদের স্মৃতি ভাস্কর্য পরিষ্কার অভিযানে বিডি ক্লিন
মহালছড়ি, (খাগড়াছড়ি) প্রতিনিধি।
পরিচ্ছন্ন মহালছড়ি, সুস্থ জীবন – বিডি ক্লিনের অঙ্গীকার এই স্লোগানকে ধারণ করে মহালছড়ি উপজেলার স্বেচ্ছাশ্রমে গড়ে উঠছে পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিডি ক্লিন মহালছড়ি টিমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। মহালছড়ি সরকারি কলেজের সামনে,
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখসমরে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আফতাবুল কাদের, বীর উত্তমের স্মৃতি ভাস্কর্যের চারপাশ পরিচ্ছন্ন করে
তাঁর প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা ও সম্মান।
এ সময় মহালছড়ি ২৪ মাইল ও আশপাশের রাস্তা থেকে প্রায় ২ মন ময়লা-আবর্জনা সংগ্রহ করে পরিষ্কার করা হয়। স্বেচ্ছাসেবীরা ঝাড়ু, ট্রলি ও বর্জ্য ব্যাগ হাতে নিয়ে সকলে মিলে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। পুরো সময়জুড়ে তাদের মাঝে ছিল অদম্য উৎসাহ ও আনন্দ।
বিডি ক্লিন খাগড়াছড়ি উপ-সমন্বয়ক ও আইটি অ্যান্ড মিডিয়া প্রতিনিধি মোঃ খাইরুল হাসান সালমান বলেন, “পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি নাগরিক দায়িত্বও। আমরা চাই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও দৃষ্টিনন্দন মহালছড়ি গড়ে তুলতে। এজন্য সাধারণ মানুষকেও সচেতন হয়ে পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে হবে।”
তিনি আরও জানান, এই অভিযান একদিনের নয়; এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি জেলা টিমের সমন্বয়ক মাহফুজ হোসেন সকাল বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু স্বেচ্ছাসেবীরা নয়, স্থানীয় দোকানদার, গাড়িচালক ও পথচারীরাও ময়লা যথাস্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।”
অন্যদিকে বিডি ক্লিন মহালছড়ি উপজেলার টিম সদস্য মোহাম্মদ টিপু সুলতান জানান, নিয়মিত অভিযানের পাশাপাশি তারা স্কুল, কলেজ ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম চালাবেন। এতে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা হবে।
স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এই উদ্যোগ মহালছড়ির তরুণদের সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিচ্ছে। বিডি ক্লিন মহালছড়ি টিম আশা করছে, স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা পেলে মহালছড়ি দ্রুত একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর উপজেলা শহরে রূপান্তরিত হবে।
অভিযানে অংশ নেন বিডি ক্লিন মহালছড়ি উপজেলা ও খাগড়াছড়ি টিমের সদস্যরা।











