বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বান্দরবান জেলা বিএনপি
মিনহাজুল ইসলাম, বান্দরবান।
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও র্যালি-উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের রাজার মাঠ থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং শেষে শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো শহর প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী দলের ঐক্য ও সংহতির ওপর জোর দেন। তিনি বলেন, “বান্দরবানের বিএনপি এক ও অভিন্ন, এখানে কোনো বিভেদ বা দ্বন্দ্ব নেই।”
তিনি আরও বলেন, “শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সমাবেশে অন্যান্য বক্তারা ৭ নভেম্বরের চেতনার কথা স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা এই চেতনায় উজ্জীবিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, মশিউর রহমান মিঠুন, মজিবুর রশিদ, মনির হেসেন ভুইয়া সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি বান্দরবান জেলা বিএনপিতে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।











