ঢাকা | নভেম্বর ৯, ২০২৫ - ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম

পেকুয়ায় কৃত্রিম প্রজনন পয়েন্ট টইটং ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

  • আপডেট: Sunday, November 9, 2025 - 4:54 pm

আবদুল মামুন ফারুকী, পেকুয়া।। কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে কৃত্রিম প্রজনন পয়েন্ট টইটং ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) প্রধান অতিথি হিসিবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বেলা ১২টার দিকে এই কার্যালয় উদ্বোধন করেন।

তিনি বলেন, আমিষ ও পুষ্টির ব্যাপক চাহিদা মিটাতে এবং পশুচিকিৎসা সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের এই কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টইটং ইউপির সাবেক চেয়ারম্যান জেড.এম. মোসলেম উদ্দিন।

টইটং ইউনিয়ন পরিষদের মেম্বার ফয়সাল আকবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টইটং চার নং ওয়ার্ড এমইউপি মুহাম্মদ আব্দুল হক, রোজিনা আক্তার, টইটং কৃত্রিম প্রজনন পয়েন্ট এর এ.আই.টেকনেশিয়ান মো. তৌহিদুল ইসলাম।

সাংবাদিক আবদুল মামুন ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টইটং ইউপি সদস্য আবুল কালাম, মনজুর আলম, কাছার মুহাম্মদ ইলিয়াছ(রোকন), মহিলা ইউপি সদস্য দিলোয়ারা বেগম, আয়েশা বেগম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এস.এম.ইমন, মৎসজীবি দলের সদস্য সচিব আব্দুল মালেক, টইটং ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্যবৃন্দ, বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।