ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

কক্সবাজারের চারটি সংসদীয় আসনে প্রার্থী হলেন যারা

  • আপডেট: Thursday, November 6, 2025 - 7:41 pm

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপি ঘোষিত ২৩৭ প্রার্থীর মধ্যে এই ৩টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অপর আসন কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের বিএনপির প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত ৩টি আসনের প্রার্থীর মধ্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। কক্সবাজার-৩ কক্সবাজার সদর, রামু-ঈদগাঁও আসনের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের প্রার্থী সাবেক হুইপ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।

ঘোষিত বিএনপির ৩ প্রার্থীর মধ্যে লুৎফুর রহমান কাজল একবারের হলেও অপর দুই প্রার্থী স্ব-স্ব আসনে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

ইতিমধ্যে কক্সবাজারের ৪টি আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। এর মধ্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনে এএইচএম হামিদুর রহমান আযাদ, কক্সবাজার-৩ কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনে শহিদুল ইসলাম বাহাদুর ও কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে নুর আহমদ আনোয়ারী জামায়াত প্রার্থী।