ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ৪:১৮ অপরাহ্ন

শিরোনাম

পশুর নদীতে ইঞ্জিন বিকল, ৪২ যাত্রীকে উদ্ধার করলো কোস্টগার্ড

  • আপডেট: Friday, November 7, 2025 - 12:00 pm
স্টফ রিপোর্টার, মোংলা।। সুন্দরবনের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসব শেষে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভেসে থাকা ৪২ জন যাত্রীকে বোটসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টায় সুন্দরবনের দুবলারচর থেকে ২টি ইঞ্জিনচালিত বোটে করে পূণ্যার্থীরা ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে পশুর নদীর হারবারিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বোট দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে যাত্রীরা নদীতে আটকা পড়ে ভেসে থাকতে থাকেন।
বোটে থাকা একজন যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে কোস্ট গার্ডকে বিষয়টি জানালে রাত ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া দ্রুত উদ্ধার অভিযানে নামে। অভিযানে ৪২ জন যাত্রীসহ বোট দুটি উদ্ধার করে নিরাপদে জয়মনিরঘোল ঠোডা জেটিতে পৌঁছে দেওয়া হয়।
উদ্ধারকৃত সকলেই খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও দেশের উপকূলীয় অঞ্চলে এমন মানবিক ও জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।