ঢাকা | নভেম্বর ৬, ২০২৫ - ৮:৪০ অপরাহ্ন

শিরোনাম

মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতির নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, November 6, 2025 - 4:13 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়িতে কাঠ ব্যবসায়ীদের সমিতি “মারিশ্যা বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী ও জোত মালিক কল্যাণ সমিতি”র সাধারণ সভা, নব গঠিত ৯ম কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও অডিট পেশসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সদস্য মোঃ সেলিম, মোঃ হারুনুর রশিদ ও মোঃ নাছির উদ্দিন।

সভার শুরুতে অডিট কমিটির আহ্বায়ক ও সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের অডিট পেশ করেন এবং অডিটে সকল সদস্য সন্তোষ প্রকাশ করেন।

সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা আগামী ২ বছরের জন্য নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের নামের তালিকা ঘোষণা করেন—

সভাপতি – মোঃ ওমর আলী
সহ-সভাপতি – মোঃ জাবেদুল আলম
সহ-সভাপতি – মোঃ আবুল কালাম আজাদ
সাধারণ সম্পাদক – মোঃ রহমত উল্লাহ খাজা
যুগ্ম সাধারণ সম্পাদক – মোঃ আব্দুস সবুর
সাংগঠনিক সম্পাদক – মোঃ ইউসুফ নবী
দপ্তর ও প্রচার সম্পাদক – মোঃ নুর আলম
অর্থ সম্পাদক – মোঃ মহিউদ্দিন

কার্যনির্বাহী সদস্য – মোঃ বদিউল আলম
সদস্য – জুনু গোলাপ দে
সদস্য – মোঃ শহিদুল ইসলাম
সদস্য – মোঃ গিয়াস উদ্দিন নাসির
সদস্য – মোঃ নুর আলম পনির

বক্তারা বলেন, বাঘাইছড়িতে কাঠ ব্যবসা ব্যতীত বড় ধরনের অন্য কোনো মিল, ফ্যাক্টরি বা ব্যবসা নেই। তাই সকল ব্যবসায়ীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনা করা এবং ব্যবসায়ীদের সুখে-দুঃখে নব গঠিত কমিটিকে গুরুদায়িত্ব পালনের আহ্বান জানান।