ঈদগাঁওয়ের শায়খুল ইসলাম সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ॥
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়ার সন্তান মো. শায়খুল ইসলাম বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। তিনি ফরিদুল আলমের পুত্র।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. শায়খুল ইসলামসহ আরও ৬৬ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্ম সচিব (জিপি-পিপি) সানা মো. মাহরূফ হোসাইন।
মো. শায়খুল ইসলাম ১৯৮২ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ২০১৩ সালের ১৯ আগস্ট হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
নবনিযুক্ত এই সহকারী অ্যাটর্নি জেনারেল এর নিয়োগে ঈদগাঁও ও কক্সবাজারের আইন অঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার, সহকর্মী ও এলাকাবাসী তাঁর এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।











