ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

পোকখালীতে পুলিশি অভিযানে আটক ১

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 7:42 pm

 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁওর পোকখালীতে পুলিশি অভিযানে রাশেদুল ইসলাম গ্রেফতার হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার পোকখালী ইউনিয়নের উত্তর নাইক্ষংদিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদুল ২০২৪ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী ছিলেন।

পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ. এম. সলিম উল্লাহ জানান, গ্রেফতারকৃত রাশেদকে কখনো কোনো রাজনৈতিক দলের সংগঠনে জড়িত দেখা যায়নি। তার পরিবারের অন্যান্যরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন কক্সবাজারে চাকরি করে আসছেন। কক্সবাজার থেকে বাড়িতে আসার দিনই তিনি আটক হন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে রাশেদকে গ্রেফতার করা হয়েছে।