বান্দরবানের ছয় এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিল সেনাবাহিনী
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের প্রত্যন্ত এলাকার ছয় এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। রুমা, রোয়াংছড়িসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের হাতে এসব এতিম শিশুদের অভিভাবকরা নিহত হয়েছেন। এছাড়া অসুস্থ হয়ে অনেক অভিভাবকেরও মৃত্যু হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান সেনানিবাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব শিশুদের অভিভাবকদের হাতে এক বছরের লেখাপড়ার খরচ ও শিক্ষা সামগ্রী তুলে দেন সেনা কর্মকর্তারা।
জানা যায়, সকালে বান্দরবান সেনানিবাসে ছয় শিশুর অভিভাবকদের হাতে এক বছরের শিক্ষাব্যয় ও শিক্ষা সামগ্রী তুলে দেন বান্দরবান সেনা রিজিয়নের কর্মকর্তা (জিএসও–২) মেজর পারভেজ রহমান।
২০২৩ সালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত হন ক্রীস্টিনা বমের পিতা লাললক লিয়ান বম। আর্থিক সংকটের কারণে চার বছরের ক্রীস্টিনার পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। অন্যদিকে রুমা উপজেলার রনিন পাড়ায় পাঁচ বছর আগে অসুস্থ হয়ে মারা যান লালরাউ সাং-এর পিতা। শিশুটির মা পুনরায় বিয়ে করায় সে এখন সম্পূর্ণ এতিম হয়ে পড়েছে এবং তার পড়ালেখাও বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজোয়ান এলাকা পরিদর্শনে গেলে এতিম শিশুদের পরিস্থিতি নিজ চোখে দেখেন। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং তাঁদের পড়াশোনার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
সেনা কর্মকর্তা মেজর পারভেজ রহমান জানান, ওই এতিম শিশুরা যাতে পড়ালেখা চালিয়ে যেতে পারে, সে জন্য প্রাথমিকভাবে এক বছরের শিক্ষাব্যয় ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এই সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “শুধু এতিম শিশুরাই নয়, দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদেরও সেনাবাহিনী নানাভাবে সহায়তা করছে।”
এদিকে অনুষ্ঠানে গরিব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন এবং আর্থিক সহায়তাও বিতরণ করা হয় সেনাবাহিনীর পক্ষ থেকে।











