ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

  • আপডেট: Wednesday, November 5, 2025 - 6:41 pm

মো. আল আমিন, দীঘিনালা প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের মধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীও আছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্যে বিদ্যালয় ও এলাকার সুনাম বৃদ্ধি পায়। শুধু পরীক্ষার ভালো ফল নয়, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম।

প্রধান অতিথি ইউএনও ইনামুল হাছান বলেন, “একজন শিক্ষার্থীর সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বিদ্যালয় ও এলাকার গর্বের বিষয়। সুশিক্ষার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।”

অনুষ্ঠানের শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।