মহালছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে গেলো ২৩ ব্যবসা প্রতিষ্ঠান
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি বাজারে ভয়াবহ আগুনে দুটি স্বর্ণের দোকানসহ পুড়ে গেছে ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বজ্রপাত থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা। ব্যবসায়ীদের দাবি, আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। রাত সাড়ে ১২টার বিকট শব্দে বজ্রপাতের পরপরই বাজারে আগুন দেখা যায়। সেনাবাহিনীসহ স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে দুটি স্বর্ণের দোকানসহ ২৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, কাপড়, প্রসাধনী, কুলিং কর্নারসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ছিল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দূরবর্তী খাগড়াছড়ি সদর থেকে ইউনিট আসতে বিলম্ব হয়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
প্রসঙ্গত, ২০১৭ সালে মহালছড়িতে ফায়ার সার্ভিস স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও ভূমি জটিলতার কারণে তা এখনো বাস্তবায়িত হয়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন জানান, আগুন লাগার সময়ে বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, কাঁচা দোকানঘরে বজ্রপাত থেকে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। তবে, অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি। অন্যথায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তো।











