ঢাকা | নভেম্বর ৫, ২০২৫ - ১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম

শত শত দায়ক দায়িকার উপস্থিতিতে চিংম্রং এ শুভ কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, November 4, 2025 - 7:17 pm

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি।

হাজার হাজার দায়ক দায়িকার উপস্থিতিতে সাধু সাধু ধ্বনিতে অনুষ্ঠিত হলো রাঙামাটির কাপ্তাই উপজেলার চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫।

চিংম্রং বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ২ টা হতে মঙ্গলাচারনের মাধ্যমে দ্বিতীয় পর্বে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

বাংলাদেশ পার্বত্য জেলার রাজনিকায় মার্গের মহা সংঘনায়ক ও চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথের এবং চিংম্রং বৌদ্ধ বিহারের উঃ ওয়ানসারা থের।

 

দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০২৫ উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট হ্লাথোয়াই অং মারমা এবং সাচিংউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যওসিং মং, রাজস্থলী সার্কেল সহকারী পুলিশ সুপার নুরুল আমীন, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ,
যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,রাঙামাটি জেলা মারমা ঐক্য পরিষদ সভাপতি সাজাইমং মারমা,কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন ও সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর দান উৎসব উদযাপন কমিটির আহবায়ক মংসুইপ্রু মারমা। দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানে বিভিন্ন বিহারের পুজনীয় ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

এর আগে এদিন প্রথম পর্বে সকাল ৫ টায় বিশ্ব শান্তি কামনায় বুদ্ধ বন্দনা, পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পূজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান করা হয়।