চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
		নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফজিলাতুন্নেছা (২৮) নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলাতুন্নেছা মাগুরা জেলার মহেশপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম আলিমুজ্জামান সুজন। স্বামী ও শিশুসন্তানসহ তিনি মাগুরা থেকে বান্দরবানে বেড়াতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফজিলাতুন্নেছা স্বামীর মোটরসাইকেলে শিশুসন্তানসহ বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন। নয়াহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফজিলাতুন্নেছা সড়কে ছিটকে পড়েন এবং মুহূর্তের মধ্যে বাসটির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক ও বাসটি দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।”

			









