ঢাকা | নভেম্বর ৪, ২০২৫ - ১০:১৭ পূর্বাহ্ন

বান্দরবান সদর ও নাইক্ষ্যংছড়িতে পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে মোবাইল কোর্টের অভিযান

  • আপডেট: Sunday, November 2, 2025 - 9:47 pm

 

 

মুহাম্মাদ কামরুজ্জামান, বান্দরবান প্রতিনিধি:

পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটা, ইটভাটা পরিচালনা ও বালু-মাটি উত্তোলনের দায়ে বান্দরবান সদর ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান।

 

রোববার (২ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ। পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়,

বান্দরবান সদর উপজেলার বাকীছড়া মুখ এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে মো. মাহবুব আলম (২৬), পিতা-আব্দুল খালেককে ৬০ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু আবদুল্লাহ। প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নূর উদ্দিন।

 

একই অপরাধে সদর উপজেলার বাজার এলাকা সংলগ্ন মো. ইয়াছিন (৩২), পিতা-লেদু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিদর্শক মো. নূর উদ্দিন।

 

এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকায় এফডি আর ইটভাটাকে ৫০ হাজার টাকা এবং এম/এস এএসবি ব্রিকস-কে ফসলি জমির ক্ষতির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। উভয় অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

 

এ সময় নাইক্ষ্যংছড়ির আরও পাঁচটি ইটভাটাকে সতর্ক করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

 

অভিযান চলাকালে ঘুমধুম এলাকার হায়দার আলীকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এই অভিযানও পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু, প্রসিকিউটর ছিলেন মো. রেজাউল করিম।

 

অভিযানে সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী এসব জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জানায়—পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অবৈধ পাহাড় কাটা, ইটভাটা কার্যক্রম ও বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।