আশুলিয়ায় একই পরিবারের তিনজন হত্যা মামলায় নারীসহ গ্রেপ্তার ২
ইউসুফ আলী খান।।
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় চাঞ্চল্যকর একই পরিবারের ০৩ জনকে গলা কেটে হত্যাকাণ্ডের ঘটনায় এক নারীসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব -৪।
সোমবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান, একটি সংক্ষিপ্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হত্যাকান্ডের মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তাদেরকে গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় মঙ্গলবার ( ৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ ঢাকার কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও গ্রেফতারে পুরো বিষয়টি ব্রিফিং করবেন।
উল্লেখ্য যে, গত শনিবার রাতে আশুলিয়ার উত্তর গাজীরচট ইউনিক ফকির বাড়ি মোড় এলাকার মেহেদী হাসানের ছয় তলা ভবনের চারতলার ফ্ল্যাট থেকে মা-বাবাসহ ছেলের মৃতদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
এঘটনায় নিহত বাবুল হোসেনের ভাই আয়নাল হক বাদী হয়ে গত ১ অক্টোবর আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।