ঢাকা | নভেম্বর ২, ২০২৫ - ১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

টেকনাফে জাতীয় সমবায় দিবস–২০২৫ পালিত

  • আপডেট: Saturday, November 1, 2025 - 7:06 pm

 

এম এ হাসান, টেকনাফ।
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো টেকনাফেও নানা আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রবিউল হোছাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান এবং উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. জুবাইর হোছাইন।

আলোচনা সভায় কুরআন তেলাওয়াত করেন উত্তর লেংগুরবিল কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুল গফুর।

এসময় বক্তব্য রাখেন বাহারছড়া সাগর কন্যা সমবায় সমিতির সহ-সভাপতি সেলিনা আক্তার, উত্তর লেংগুরবিল কৃষিপণ্য উৎপাদন, সংগ্রহ ও বিপণন সমবায় সমিতির সম্পাদক আব্দুল আজিজ, হ্নীলা বাজার ব্যবসায়ী কন্যা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আল মাসুদ এবং পৌরসভা শ্রমিক কন্যা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মো. রফিক।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু ও টেকনাফ প্রেসক্লাবের সিনিয়র সদস্য প্রবীণ সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী।

সভা শেষে টেকনাফ উপজেলায় শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে শাহপরীর দ্বীপ প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি হাজী আব্দুল গফুরকে ক্রেস্ট প্রদান করা হয়।