ঈদগাঁওয়ে জাতীয় সমবায় দিবসে সমবায়ীদের মিলনমেলা
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি॥
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর) ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। ঈদগাঁও উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ দিবসে অনুষ্ঠিত হয় র্যালি, পতাকা উত্তোলন, আলোচনা সভা, সমবায় সম্মাননা ও নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠান।
ব্যান্ড দলের সহযোগিতায় র্যালিটি ঈদগাঁও বাসস্টেশন পুলিশ বক্স থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়টির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।
মঞ্চে উপবিষ্ট ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া এবং জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শাহ জালাল মুনির। পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ ছৈয়দ আলম ও গীতা পাঠ করেন নিষ্পা ধর।
দিবসটি উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের নবনিবন্ধিত সমবায় সমিতিগুলোর মধ্যে সনদ বিতরণ করা হয়। শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা স্মারক গ্রহণ করে নিশান মহিলা উন্নয়ন সমবায় সমিতি লি. এবং ঈদগাঁও ভূমিহীন সমবায় সমিতি লি.। শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কৃত হন আজিজুল হক রুবেল।
অনুষ্ঠানে গোমাতলী উপনিবেশ সমবায়, গজালিয়া বাবুবাজার কৃষি সমবায়, ঈদগাঁও রাবার ড্যাম ব্যবস্থাপনা সমবায়সহ বিভিন্ন সংগঠন অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে। অনুষ্ঠানটিতে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।











