রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য দরখাস্ত আহ্বান
জাগো জনতা অনলাইন।। রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ এবং রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কারের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২০১৭, ’১৮, ’১৯, ’২০ ও ’২১ সালের গবেষণাকর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পদার্থ বিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কারপ্রাপ্ত গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া, পদার্থ বিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ একজন প্রখ্যাত বিজ্ঞানী অথবা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ৩ কপি আবেদনপত্র, ৩ প্রস্থ জীবনবৃত্তান্ত, ৩ প্রস্থ গবেষণাকর্ম এবং ৩ কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে। যৌথ গবেষণা কর্মের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এক্ষেত্রে সহযোগী গবেষক অথবা গবেষকগণের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
আবেদনকারী যে বছরের জন্য দরখাস্ত করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে। একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না। কোনো কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে। তবে পরীক্ষক তাঁর গবেষণাকর্ম পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
পদার্থ বিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন। তবে নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
যদি মানসম্মত গবেষণাকর্ম না পাওয়া যায়, সেক্ষেত্রে পূর্বের পুরস্কারপ্রাপ্ত গবেষকের নতুন গবেষণা কর্ম পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।










