ঢাকা | অক্টোবর ৩১, ২০২৫ - ২:১০ পূর্বাহ্ন

শিরোনাম

দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • আপডেট: Thursday, October 30, 2025 - 6:28 pm

মো. আল আমিন, দীঘিনালা।

“Be a Hand Washing Hero—হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির দীঘিনালায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান।

সভায় দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম সফি, কবাখালী ইউপি চেয়ারম্যান জ্ঞান চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. আল আমিন ও সাবেক সভাপতি মো. সোহেল রানা উপস্থিত ছিলেন।

শেষে শিক্ষার্থীদের হাত ধোয়ার ছয়টি ধাপ প্র্যাকটিক্যালভাবে প্রদর্শন করা হয়।