ঢাকা | অক্টোবর ২৬, ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

বান্দরবানে টাকার বিনিময়ে মানববন্ধনের অভিযোগ; নেপথ্যে জেলা পরিষদ সদস্য ও ইউএনডিপি কর্মকর্তা

  • আপডেট: Saturday, October 25, 2025 - 7:35 pm

বান্দরবান, ২৫ অক্টোবর ২০২৫।

বান্দরবানে একটি মানববন্ধনকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, টাকার বিনিময়ে লোক জড়ো করে “পার্বত্য চট্টগ্রামে জোড়পূর্বক খ্রিষ্টানকরণের মাধ্যমে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন” শীর্ষক ব্যানারে এই কর্মসূচি চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে “খ্রিষ্টান যুব ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম” এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের কাছে নগদ বিতরণ করতে দেখা যায় জন ত্রিপুরা নামক এক যুবককে। মানববন্ধনে লোকজন উপস্থিত করানোর জন্য মোটা অঙ্কের টাকা প্রদান করেছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লাল জার বম, লেলিন খুমী এবং ইউএনডিপির জেলা ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বাহিনী ও তৌহিদী জনতার প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার জন্যও অংশগ্রহণকারীদের নগদ টাকা প্রদান করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর বান্দরবানে আইন অমান্য করে ১১ জন কোরিয়ান ও ১ জন আমেরিকান নাগরিক হোটেল ডি’মোরে একশর বেশি উপজাতি যুবক-যুবতীদের নিয়ে সভা ও সেমিনার পরিচালনা করেছিলেন। খ্রিষ্টানাইজেশনের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ২১ অক্টোবর দুপুরে স্থানীয় তৌহিদী জনতা বিক্ষোভ করে। এরপর বিদেশী নাগরিকরা রাতারাতি দেশ ত্যাগ করেন। জেলা প্রশাসন পরে জানান, আইন অমান্য করায় ফেরত পাঠানো হয়েছে ওই বিদেশী নাগরিকদের।

বান্দরবান মানববন্ধন ও এর পেছনের অর্থায়নের বিষয়টি স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।