ঢাকা | অক্টোবর ২৫, ২০২৫ - ৬:৪২ অপরাহ্ন

শিরোনাম

কালীগঞ্জে নারী-শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির মহিলা সমাবেশ 

  • আপডেট: Saturday, October 25, 2025 - 2:11 pm

হাবিবুর রহমান, কালিগঞ্জ।। ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র  ভিত্তিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৮নং মালিয়াট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঝিনাইদহ -৪ (কালিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

এসময় শত শত নারী ও শিশু উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সাইফুল ইসলাম তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচনে নারী-শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন বিষয় আলোচনা করেন।