ঢাকা | অক্টোবর ২৫, ২০২৫ - ২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত

  • আপডেট: Friday, October 24, 2025 - 10:59 am

জাগো জনতা অনলাইন।। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের কর্মকর্তা। সপরিবারে তিনি ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ঘুরতে আসছিলেন।

জয়কলস হাইওয়ে পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার হাওরে ঘোরার উদ্দেশে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ১১ উচ্চপদস্ত কর্মকর্তা পরিবারের ৪১ জন সদস্যকে নিয়ে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে করে সুনামগঞ্জে আসছিলেন। বাসটি ভোরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার-সংলগ্ন শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশের খাদে পড়ে উল্টে যায়।

এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন এবং ১৫ জন যাত্রী আহত হন।

ঘটনার পরপরই বাস ফেলে পালিয়ে গেছে বাসটির চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের নিচ থেকে দুইজনের মরদেহ ও আহতদের উদ্ধার করা হয়েছে।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তোষ মল্লিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া পর্যটকবাহী বাসের নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।