ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

ঈদগাঁও বাজারে ফুটপাত দখলমুক্তে প্রশাসনের অভিযান, জরিমানা ৪৩ হাজার টাকা

  • আপডেট: Thursday, October 23, 2025 - 8:27 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ।
কক্সবাজারের ঈদগাঁও বাজারে ফুটপাত দখল করে দোকানপাট সাজানোর অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযানে দোকানের বাইরে পসরা সাজানো একাধিক দোকান মালিককে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয় এবং ছয়টি দোকান থেকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত দোকানগুলোর মধ্যে ফলের দোকান, মনিহারি ও ক্রোকারিজ দোকান রয়েছে।

অভিযানকালে প্রধান সড়ক ডিসি রোড ও চাউল বাজার সংলগ্ন এলাকায় ফুটপাত উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানা জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার নুরুল হুদা, ঈদগাঁও ইউনিয়নের মেম্বার কামাল উদ্দিন, সহকারী ভূমি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী উছাইথিন মারমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।