ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের কমিটি গঠন

  • আপডেট: Thursday, October 23, 2025 - 7:11 pm

চট্টগ্রাম ব্যুরো।
খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই তিন জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য জেলার মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি বজায় রেখে এবং সকল মানুষের ভেদাভেদকে ঊর্ধ্বে রেখে ধর্মীয় ও মানবকল্যাণে কাজ করার লক্ষ্যে তিন জেলার আলেমদের সমন্বয়ে গঠিত হলো “পার্বত্য ওলামা পরিষদ”।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হল রুমে আলেমদের উপস্থিতিতে সকলের আলোচনা ও সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে মাওলানা হাজী মো. শরীয়ত উল্লাহকে চেয়ারম্যান ও হাফেজ মো. নাছির উদ্দিনকে মহাসচিব করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন—মাওলানা আবু বকর সিদ্দিক ভাইস-চেয়ারম্যান, মাওলানা মহিউদ্দীন বিন সুরুজ যুগ্ম মহাসচিব, মাওলানা মো. আবদুর রহিম সাংগঠনিক সম্পাদক, মাওলানা আজিজুল হক যুগ্ম সাংগঠনিক সম্পাদক, মাওলানা মাজহারুল ইসলাম অর্থ সম্পাদক, মাওলানা ওমর আলী দপ্তর সম্পাদক, মাওলানা দেলোয়ার হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক, কার্যনির্বাহী সদস্য মাওলানা আবুল কালাম ও মাওলানা মামুনুর রশিদ।

পার্বত্য ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটি আগামী ৩ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন এবং পর্যায়ক্রমে ৩ জেলা ও ২৬টি উপজেলা কমিটি গঠন করা হবে।